লাইফ সাপোর্টে সেই শিশু

লাইফ সাপোর্টে সেই শিশু

মাগুরার ধর্ষণের শিকার ৮ বছর বয়সী সেই শিশুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য জানান শিশুটির মামা ইউসুফ বিশ্বাস।

তিনি বলেন, ‘শিশুটিকে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’

জানা যায়, বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় ওই শিশু। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি থানায়।

আরো পড়ুন
‘ধর্ষণের’ শিকার শিশুটি মারা যায়নি, ফেসবুকে ছড়ানো হচ্ছে গুজব

‘ধর্ষণের’ শিকার শিশুটি মারা যায়নি, ফেসবুকে ছড়ানো হচ্ছে গুজব

 

এদিকে এ ঘটনায় শিশুটির দুলাভাই এবং তার বাবাকে আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির স্বজনরা ঢাকায় থাকায় এখনো মামলা হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

এর আগে শিশুটি মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সে অচেতন হয়ে পড়লে বোনের শাশুড়ি তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাগুরা হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে বেশ কিছু চিহ্ন রয়েছে। তার জরায়ুতে রক্তক্ষরণ হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post