শিশুকে অশ্লীল ছবি দেখিয়ে যৌন নিপীড়ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখানোর পর যৌন নিপীড়নের অভিযোগে পাওয়া গেছে। অভিযুক্ত বাইরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দাড়িপাতা গ্রামে বাড়ির পাশের গলি রাস্তায় তৃতীয় শ্রেণিতে পড়া ওই শিশুকে মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখায় বাইরুল। পরে তাকে যৌন নিপীড়ন করে। ঘটনাটি স্থানীয় এক ব্যাক্তি দেখতে পেয়ে নিজের মোবাইল ফোনে ভিডিও করে। পরে ঘটনাটি জানতে পেরে দুপুর দাড়িপাতা গ্রামের লোকজন বাইরুলকে কৌশলে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। তাকে চুনকালি মাখিয়ে গ্রাম ঘোরানোর পর ইউপি কার্যালয়ে আটকে রাখা হয়। চুনকালি মাখিয়ে বাইরুলকে গ্রাম ঘোরানোর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে বাইরুলকে গোমস্তাপুর থানায় নিয়ে আসে।
ইউপি সদস্য এনামুল হক বলেন, দাড়িপাতা ও সন্তোষপুর গ্রাম পাশাপাশি অবস্থিত। বাইরুলের দাড়িপাতা গ্রামে জমি আছে। সে পেশায় কৃষক।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, এ ঘটনায় যৌন নিপীড়নের অভিযোগে ওই শিশুর দাদা বাদী মামলা করবেন। বিষয়টি প্রক্রিয়াধীন।
Post a Comment