শেষ রক্ষা হলনা মহিলা লীগ নেত্রী বিথির

 


কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুটি হত্যাসহ ৬ মামলার আসামি যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা বিথিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা এবং আব্দুর রাজ্জাক রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামি ওই নেত্রী। 


শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 


বিথি কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য এবং দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে। 


পুলিশ জানায়, বিথির বিরুদ্ধে গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এস আই মাজারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা নিয়ে আসেন। 


দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া সুলতানা বিথিকে তার নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।  


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post