যেভাবে টেকনাফের পাহাড় থেকে অপহৃত শিশু সহ ১১ জন উদ্ধার

 


কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী


মঙ্গলবার (৪ মার্চ) টেকনাফের হ্নীলা আলী খালী গহিন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। 


জানা যায়, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে নিজ বাড়ি থেকে ১১ জনকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী নামক গহীন পাহাড়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে অভিযোগের ভিত্তিতে পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানে পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


নৌবাহিনী জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে টেকনাফসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেবাংলাদেশ নৌবাহিনী। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনেরকার্যক্রমচলমান থাকবে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post