আল্লাহর ঘরে লুকিয়েও আমার ভাইরা রক্ষা পেল না
বালু ব্যবসাকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার বেলা ১১টার দিকে মাদারীপুরের খোয়াজপুর এলাকায় এই ঘটনা ঘটেনিহতদের বোন হাফিজা বেগম বলেন, ‘মাদারীপুরের খোয়াজপুরের কীর্তিনাশা নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা করত আমার ভাই সাইফুল সরদার। আমাদের একই বংশের আরেক পক্ষ হোসেন সরদারও বালুর ব্যবসা করত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল। এর জেরে আজ ১১টার দিকে আমাদের সরদার বাড়ির জামে মসজিদের সামনে আমার ভাই সাইফুল সরদারকে একা পেয়ে হামলা করে হোসেন সরদারের লোকজন। বিষয়টি জানতে পেরে আমার আরেক ভাই আতাউর সরদার ও অলিল সরদারসহ অন্যান্যরা ঘটনাস্থলে যায়। এ সময় হোসেন সরদারের লোকজন হামলা চালালে আমার তিন ভাই দৌড়ে পাশের মসজিদের ভেতর লুকায়। সেখান থেকে তাদের টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে প্রতিপক্ষের লোকেরা। এতে ঘটনাস্থলেই আমার আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদার মারা যান। গুরুতর আহত অবস্থায় আমার চাচাতো ভাই পলাশ সরদারকে ঢাকা মেডিকেলে আনলে ডাক্তার জানায়, সে মারা গেছে। হাফিজা বেগম আহাজারি করে বলেন, ‘আল্লাহর ঘরে লুকিয়েও আমার ভাইরা রক্ষা পেল না। তাদের আল্লাহর ঘর মসজিদের ভেতর থেকে বের করে কুপিয়ে হত্যা করছে হোসেন সরদারের লোকজন। আল্লাহই তাদের বিচার করবেন। হোসেন সরদার ও শাজাহান খানের লোকজন আমাদের সব শেষ করে দিল।’
Post a Comment