ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

 

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী
ঢাকার ধামরাই পৌরশহরের কুমড়াইল মহল্লার কুব্বত আলীর দুই তলা ভবনের নিচ তলায় সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আসিফ হোসেন (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তাদের উদ্ধার করে ঢাকার বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসিন্দা। দগ্ধ আসিফ হোসেন কুব্বত আলীর বাড়িতে ভাড়া থেকে রিকশা চালান ও তার স্ত্রী একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করেন।

আরো পড়ুন
মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে এগারটার দিকে বিকট শব্দে কোব্বত আলীর দুই তলা ভবনের নিচতলায় একটি কক্ষে বিস্ফোরণ হয়। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায় এবং এক দম্পতি অগ্নিদগ্ধ অবস্থায় বের হয়ে আসেন। কক্ষটি চূর্ণ-বিচূর্ণ হয় এমনকি পাশের বাসার সীমানা প্রাচীরও ধ্বসে পড়ে। তবে সিলিন্ডারটি অক্ষত অবস্থায় রয়েছে।

বাড়ির মালিক কুব্বত আলী জানান, তার বাসায় তিতাতের গ্যাস থাকলেও অধিকাংশ সময় গ্যাস থাকে না। ফলে ওই দম্পতি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল মিয়া জানান, ধারণা করা হচ্ছে লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ হয়েছে। এর আগেও একই ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post