ভরাডুবির পরও তিনি বলছেন, ‘বিকল্প’ দেখান
ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি পাকিস্তানের। প্রথম দুই ম্যাচ হারের পর বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। তাতে চার দলের গ্রুপে সবার শেষে স্থান হয়েছে তাদের।ভারতের বিপক্ষে হারে বিদায় নিশ্চিত হওয়ার পর সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছিলেন, এই দলের আমূল পরিবর্তন দরকার। বাবর-রিজওয়ানদের দল থেকে অর্ধেক ছেঁটে ফেলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত। এদিকে আরেক সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি এ মন্তব্যের সঙ্গে একমত নন। বলেছেন, যারা এখন দলে আছে, আগে তাঁদের বিকল্প খুঁজে বের করে দিক ওয়াসিম।
ভারতের বিপক্ষে হারের পর ওয়াসিম আকরাম বলেছেন পাকিস্তানের পেসাররা যে বোলিং করছেন সেটা আমেরিকা, ওমান মানের। এরপর বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। বেশ কয়েক বছর ধরেই সাদা বলের ক্রিকেটে এই খেলোয়াড়রা আমাদের হার উপহার দিচ্ছে। এখনই সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময়। সাহসী পদক্ষেপ কী? ওয়াকার ইউনূস যেমনটা বলছিল, তরুণদের আনুন, সাহসী ক্রিকেটার এবং তাদের সাদা বলের ক্রিকেটে নিয়ে আস। আকরাম যাদের আমেরিকার মানের বলেছেন, তারা হলেন নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিরা। শাহিন আবার শাহিদ আফ্রিদির জামাতা। সে কারণেই হয়তো শ্বশুর হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন শাহিদ। সামা টিভিতে বলেছেন, ‘সেদিন ওয়াসিম ভাইয়ের কথা শুনছিলাম। হ্যাঁ, আমরা সবাই আবেগে ভেসে গেছি (ভারতের কাছে হারের পর)। উনি বলেছেন দল থেকে ৬-৭জন খেলোয়াড়কে বাদ দিতে হবে। ওয়াসিম ভাই, আপনার প্রতি আমার শুধু একটাই প্রশ্ন আছে।’
এরপরই বলেছেন ‘বিকল্প’ দেখাতে, ‘এদের বিকল্প হতে পারবে এমন ৬-৭ জন খেলোয়াড় কি বেঞ্চে আছে? ঘরোয়া ক্রিকেটে কি এই মানের ক্রিকেটার কেউ আছে? আমরা কি একাডেমিতে এমন কাউকে তৈরি করেছি?’
Post a Comment